Contact us

পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জোমাদ্দার বাড়ী সংলগ্নে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থি, এমপি আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের ঘনিষ্টজন আবু বকর সিদ্দিক কর্তৃক বন্যা-জলোচ্ছাসে জানমাল রক্ষাকারী মাটির কেল্লা (টিলা) ধ্বংস করে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে প্রশাসনের নাকের ডগায়।

ছবি: (১) মাটির কেল্লা কেটে কলামের বেইজ নির্মান ২০১৩ (২, ৩, ৪) ২০১২ এর
বর্ষা মৌসুমের ছবি ৩টি বৃক্ষরাজি সম্পন্ন (৫, ৬) টিলা ক্ষয়প্রাপ্ত হওয়ায়
পূণনির্মানের রিপোর্ট করতে গিয়ে গত ২০১৩ সালের বর্ষায় তোলা ছবি ২টি (৭,
৮) উপজেলা পরিষদ নির্বাচনের আগে নির্মাণ কাজের ২টি ছবি ও (৯) ৩১ মার্চ
নির্বাচনের দিন তোলা ছবি ১টি। জনগনের কর্তৃক প্রত্যাখানের নির্বাচনের
পূর্বে এইসব নিউজ করলে সুর দিতো সাংবাদিকরা অসহযোগীতা করেছে।