 |
আমাদের পাপের ফল!
জন্মের পর দেখি পা দুটো চিকন। ভাবছি বড় হলে সেরে উঠবে। অন্যদের মতো শরীরে বাড়লেও পা ঠিক হয়না। কথা বলতে পারে না। প্রতিবেশীরা ধিক্কার দেয়। ও নাকি আমাদের পাপের ফল। এ ভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলে কায়েছের*(৬) মা। কায়েছ জন্ম গত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। এর কি কোন চিকিৎসা আছে? জানতে চাইলে কি বলে সন্তনা দেয়া যায়? হয়ত আছে বা নেই! কি হবে কয়েছের ও তো আর সকলের মতো পৃথিবীর আলো আধাঁরের খেলায় খেলতে চায়। কে এগিয়ে আসবে কায়েছের চিকিৎসার জন্য।
*কায়েছ (৬) পিং ফারুক প্যাদা, দঃ লষ্কিপুর, দশমিনা, পটুয়াখালী।
|
*** Free for uses social peace.
*** Picture Price: US$ 01
Do you want got the picture please sent E-mail with picture ID no reiterate mail you will got paid amount system