Contact us

দশমিনায় নারী জোটের সংবাদ সম্মেলন

"নিরাপদ প্রসব সেবা আমার অধিকার" প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী
স্বাস্থ্য দিবস-২০১৫ পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সংগঠন
অন্বেষা সমাজ সেবা সংঘের নারী জোট পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের স্থায়ী
কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
অন্বেষা সমাজ সেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমান টিটু। লিখিত
বক্তব্যে নারীর সন্তান প্রসবের স্থান, নিরাপদ প্রসব, প্রশিক্ষিত দাই,
সনাতন দাইয়ের সেবার মান প্রসরণ, প্রসবোত্তর জরুরী সেবা, সরকরিভাবে
প্রসবপূর্ব ও প্রসবোত্তর প্যাকেজ, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জন্ম
নিয়ন্ত্রণে পুুরুষের জন্য সমানভাবে প্রদ্ধতি গ্রহণসহ ৮টি সুপারিশমালার
দাবী জানায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নারী জোটের সদস্য নিলুফার রাউফ,
পিয়ারা বেগম, স্মৃতি রানী রতœা, মোসাঃ শিল্পি বেগম, গাজী ইসমাইল ও জহিরুল
ইসলাম প্রমূখ।