Contact us

বন বিভাগ দর্শক ভূমিকায়

দশমিনায় মহা-মূল্যবান সরকারি গাছ কর্তণের হিড়িক

দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালী দশমিনা-রণগোপালদী আন্তঃউপজেলা সড়কের যৌতা বাজার সংলগ্নে
রাস্তার দু'পাশের মহা-মূল্যবান সরকারি গাছ কাঁটার হিড়িক চলছে। বন বিভাগের
দর্শক ভূমিকায় বৃক্ষ খাদকরা প্রচলিত আইনের তোয়াক্কা না গত দু'দিন ধরে
অবাধে গাছ কাটছে।
স্থানীয় সূত্র জানায়, রণগোপালদী ইউনিয়নের যৌতা এলাকার ৩য় বারের মতো
নির্বাচিত ইউপি সদস্য আঃ রব দশমিনা-রনগোপালদী আন্তঃউপজেলা সড়কে বন বিভাগ
কর্তৃক সৃষ্ট সামাজিক বনায়নের গাছ কর্তন করেছে। ঐ ইউপি সদস্য অবৈধ ভাবে
যৌতা বাজারের পূর্ব পাশে গত দু'দিনে লক্ষাধিক টাকার ৮ টি শিশু ও মেহগনি
গাছ কর্তণ করে একই এলাকায় নিজের স্বমিলে চিলাইয়ের জন্য রেখে দেয়। এলাকায়
প্রভাবশালী ও ছেলেরা সরকার দলীয় নেতা বলে ইতিপূর্বেও বহু মূল্যবান
রেইন্ট্রি, মেহগনি ও শিশু গাছ কর্তণ করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান
নির্মাণসহ বিক্রি করেছে। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের দর্শক ভূমিকা
রহস্য জনক।
এ ব্যাপারে ইউপি সদস্য আঃ রব গাছ কাঁটার কথা স্বীকার করে বলেন, যৌতা
বাজার জামে-মসজিদ নির্মাণের জন্য গাছ কর্তণ করেছে। তবে দোকান ঘরে
বিভিন্নভাবে কিনে এ প্রজাতির গাছ ব্যবহার করেছি। বিক্রির কথা সম্পূর্ণ
মিথ্যা। এর পূর্বে আর কোন গাছ কর্তৃণও করিনি।
বন বিভাগের বিট অফিসার মোঃ আঃ ছালাম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি
জানান, এখন বর্ষা মৌসুম। বৃষ্টির কারনে ঘটনাস্থলে যাওয়া হয়নি। তবে লোক
পাঠিয়ে গাছগুলো জব্দ করেছি। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। উপজেলা বন
কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, বন বিভাগের সাথে ইউপি সদস্যের কোন যোগসাজশ
নেই। গাছ কাঁটার কারণে বন আইনে মামলা করা হবে।