Contact us

দশমিনায় জিবিএসএস’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

দশমিনা প্রতিনিধি:
উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের লক্ষ্যে ইউএনডিপি'র অর্থায়নে নারী ক্ষমতায়ন প্রকল্প ইউনিয়ন পর্যায়ে বীজ ভান্ডার স্থাপনের গুরুত্ব ও কৌশল শীর্ষক পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে জিবিএসএস'র উদ্যোগে গতকাল দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রাম বিকাশ সহায়ক সংস্থার (জিবিএসএস) নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রতœার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফয়েল হোসেন, উপজেলা কৃষি অফিসার সনজিব মৃধা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক নিপুণ চন্দ্র ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ নুরুনবী খান প্রমূখ।