বিচার প্রার্থীদের চরম ভোগান্তি
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রায় ২ মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীরা চরম ভোগান্তিতে।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুন দশমিনা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেন অন্যত্র বদলি হবার কারনে পদটি শূন্য হয়ে যায়। এর পূর্বের মাসে ম্যাজিস্ট্রেট ১৫ দিনের প্রশিক্ষণ ও ১৫ দিনের ছুটিতে থাকায় প্রায় ২ মাস বিচার প্রার্থীরা পরেছে চরম ভোগান্তিতে। বর্তমানে পদটি শূন্য থাকায় পটুয়াখালী জেলা সদরে দায়িত্ব প্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা দায়ের ও কোন মামলায় হাজিরা দিতে হয় প্রায় ৩৪-৩৫ কিলোমিটার দূরত্বের অনুন্নত পথ অতিক্রম করে । ফলে বিচার প্রার্থীরা আর্থিক সংকটসহ পরতে হয় চরম ভোগান্তিতে।