Contact us

দশমিনায় উচ্চ মাধ্যমিক পাসের হার ৮০ বিজ্ঞান বিভাগে বিপর্যয়
দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বুধবার উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠান সূত্র জানায়, উপজেলায় কলেজ পর্যায় ৩৯১জনে ২৯৮ ও মাদরাসায় ১৩১ জনে ১১৮ জন শিক্ষার্থী এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ন হয়েছে।  কলেজ পার্যয়ের পাসের হার শতকরা ৭৬ ও মাদরাসায় শতকরা ৯২। উপজেলার আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে ১জন এ প্লাসসহ ২৮৪ জনে ২৩৪জন শতকরা ৮২, ডাঃ ডলি আকবর মহিলা কলেজে ২৯ জনে ২০ জন শতকরা ৬৯, বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২৭ জনে  ১৪ জন শতকরা ৫২, আলীপুর কলেজে ৪৬ জনে ২৫জন শতকরা ৫৪ ও আলীপুর টেকনিক্যাল ও ব্যবসা ব্যবস্থাপনা কলেজে ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ উত্তীর্ণ হয়। অপরদিকে, আদমপুর ফাজিল মাদরাসায় ৩জন এপ্লাসসহ ৩৯ জনে ২৯ শতকরা ৭৪, দশমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১জন এপ্লাসসহ ৩৪ জনে ৩৩জন শতকরা ৯৭, চরহোসনাবাদ আলীম মাদরাসায় ৫৬ জনে ৫৪জন শতকরা ৯৬ ও পূর্ব চাঁদপুরা ছালেহিয়া আলীম মাদরাসা ২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। একটি নির্ভর যোগ্য সূত্র জানায়, আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে মানসম্মত পাঠদানের অভাবে বিজ্ঞান বিভাগে ফলাফলে বিপর্যয় ঘটেছে।



দশমিনা প্রতিনিধি
(ছবি নাই)