Contact us

দশমিনা প্রেস ক্লবের কমিটি গঠন

ফোরকান সভাপতি নিপুণ সম্পাদক
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কামিটি শুক্রবার গঠন করা হযেছে। ঢাকা সাঙবাদিক ইউনিয়নের নেতা ও জাতীয় সাঙবাদিক সঙস্থার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এইচ.এম. ফোরকান (যুগান্তর) সভাপতি, ফয়েজ আহমেদ (সোনালী বার্তা) সহ-সভাপতি, নিপুণ চন্দ্র (পটুয়াখালীওয়েব) সধারণ সম্পাদক, আহাম্মেদ ইব্রাহিম অরবিল (সঙবাদ) সহ-সাধারণ সম্পাদক, কে.এম. শামীম (দিনকাল) কোষাধক্ষসহ ১২ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গাজী শহিদ (শাহনামা), মো: নাসির উদ্দিন মিয়া (বাঙলাবাজার), মো: মনিরুল ইসলাম (মুক্ত খবর), মো: সাইদুল ইসলাম(সঙগ্রাম), মিজানুর রহমান প্রিন্স (পরিবেশ পরিক্রমা), কামরুল ইসলাম সোহাগ (আমার দেশ), সঞ্জয় ব্যানার্জী (বিশ্ববার্তা) ।