Contact us

Nabo Jobon (Song) By Faiyz Ahmed 01813355000
নবজীবন
রচনা- ফয়েজ আহমেদ
নবজীবন নবজীবন প্রকল্পেরই ব্যনারে,
গাইবো একটা নতুন গান, জানাই সবারে-২
নবজীবন নতুন রুপে , আত্মপ্রকাশ বাংলার বুকে
মা ও শিশু রাখতে সুখে, চেষ্টা অবিরাম যাদের-২
তারা দিবা রাত্রি ধর্য্য ধরে, চষে বেড়ায় ঘরেঘরে
(মায়ের) অকাল মৃত্যু কেন হইল, সমস্যা সন্ধান করে।
গাইবো একটা নতুন গান, জানাই সবারে
মা ও শিশু ভাবনা যাহার, নবজীবন নামটি তাহার
গাইবো কি তাদের সমাচার, মাকে নিয়ে গর্ব যার
দিয়ে শিশুকে অগ্রাধিকার, তারাই জাতীর কর্নধর
পাবেকি সভ্য জাতী -২, মা থাকলে অন্ধকারে
গাইবো একটা নতুন গান, জানাই সবারে
মা ও শিশুর যতন নিতে নবজীবন থাকবে সাথে
পারামর্শ আসবে নিতে, ইপি আই টিকা কেন্দ্রে
দশমিনা সদর রোডের উত্তর পাশে একটা সুসজ্জিত অফিস আছে-২নবজীবন সাইন
বোর্ডটি পরবে সবার নজরে ॥

নিরাপদ মাতৃত্ব নিয়া ,গাইবো গান এই আসরে.....
পাইতে একটা সুস্থ্য শিশু ,সেবা কর মায়েরে ।।
মা, গর্বধারনের প্রথম দিন হইতে..........................
কোন উপসর্গ দেখা মতে .......২
ব্যবস্থা নিবেন সাথে সাথে......২ , অলসে দুঃখ বাড়ে ।।ঐ
কথাঃ-এই সব উপসর্গ গুলো কি কি?
* প্রচন্ড মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, * অতিরিক্ত রক্ত ক্ষরণ,
* শরীরে ভিশন জ্বর আসা,* খিচুনী * বিলম্বিত প্রসব।
এ সব উপসর্গ গুলোর যে কোন একটি লক্ষণ দেখা মাত্র কোন রকম অবহেলা না করে
যত তারা তারি সম্ভব নিকটতম ক্লিনিক কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া।এবং ধ্র"ত
চিকিৎসা দেয়া।

** মাথা ব্যাথা, রক্ত ঝড়া, জ্বর খিচুনী, ঝাপসা দেখা ,
এই ৫ বিপদ চিহ্ন দিলে দেখা নিয়ে যাও ঐ হাসপাতালে ॥ ঐ
** মাকে সুস্থ্য সবল রাখিলে, গর্ভের সন্তান রবে নিরাপদে-২
অযতœ আর অবহেলায় মায়ের ঝুকি যাবে বেড়ে ॥ঐ
** মাকে খাবার দিবেন বেশী বেশী
তাতে গর্ভের সন্তান পাবে পুষ্টি
শিশু থাকিলে তুষ্টি মায়ের কষ্ট যাবে দূরে ॥ঐ
* * মাকে নিয়ে ডাক্তারের ঘরে, তাকে চেকাপ করাও যতন করে
রাইখনা মাকে অনাদরে, দুশ্চিন্তা যেন না করে ॥ঐ
** মা সন্তান প্রসব করিবেন যেদিন
তাহার পূর্বেই সব রাখিবেন ঠিক
রক্ত টাকা যানবাহন ,একজন দক্ষ নার্স রাখিবেন ঘরে ॥ঐ

(কথাঃ পূর্ব প্রস্তুতি মূলক ব্যবস্থা যেমন বেশ কিছু টাকা পয়সা, যানবাহন
এবং প্রয়োজনীয় রক্তের গ্র"প হাতের কাছে রাখা। )