জারীগানঃ- মা ও শিশুর যতœ
রচনা- ফয়েজ আহমেদ ।
শোনেন শোনেন দেশবাসী বাংলার জণগন,
করি নিবেদন
গানে গানে কিছু কথা করিব বর্ণন........
জন্ম মৃত্যু বিয়ে নামক তিনটি শর্ত দিয়া -
বানাইলো মানুষ আল্লাহ, বানাইলো দুনিয়া,
জন্মিলে ভাই মরন আছে, আমরা সবাই জানি
তবু কেন মরন ভয়ে করি কানাকানি.
মরন আছে বলেইতো ভাই বাঁচার এতো আশা,
তাইবুঝি ভাই না জানিয়া করি রং তামাশা,
এবার বাঁচতে হলে জানতে হবে ২, শুনেন দিয়া মন
দেশের জনগন ॥
গানের শুরে কিছু কথা করিব বর্ণন
-২-
গর্ব কালীন সময় মাকে, যতন করিয়া,
(কমপক্ষে) ৪বার করাইবেন চেক আপ,
স্বাস্থ্য কেন্দ্রে নিয়া
পরীক্ষা করিয়া মাকে,ডাক্তার দিবেন কইয়া
কোন অবস্থায় আছে শিশু,
দিবেন সব জানাইয়া
তা না হলে ফুলে ফলে ২
সব যাবে অকারন
দেশের জনগন গানের শুরে কিছু কথা করিব বর্ণন
-৩-
সব থাকিলে ঠিক ঠাক মতন, রাখিবেন স্বরণ
শুভক্ষণে আসবে শিশু, চাঁদেরি মতোন
চাঁদ যেমন রাতের বেলা, আলো দেয় ছড়াইয়া
বাড়বে শিশু দিনে দিনে, তেমনি করিয়া
এ সময় বেশী বেশী খাবার মায়ের ২ খুবই প্রয়োজন ॥
-৪-
শিশু জন্মের সাথে সাথে রাখিবেন স্মরন
শাল দুধটা খেতে দিবেন করিয়া যতন
শাল দুধে আছে শিশুর অধিক পুষ্টিমান
অবহেলা করলে শিশুর, যেতে পারে প্রাণ
বোকামী নয় বুদ্ধিমতি , মায়েরই মতোন
শাল দুধ খাওয়াইবে মা করিয়া যতন
মধু কিংবা চিনির পানি আছে দিতে মানা
শাল দুধে আছে সবই বলছেন রাব্বানা,
আছে তাতে বহু রোগের-২, প্রতিশোধক গুন
দেশের জনগন ॥
গানের সুরে কিছু কথা করিব বর্ণন
-৫-
শোনেন শোনেন ভাইবোনেরা জানিবেন নিশ্চয়
কি কারনে মা ও শিশুর অকাল মৃতু হয়
মা ও শিশুর সঠিক যন্ত করতে
পারলে ভাই
পাবে একটা সুন্দর জাতি যার তুলনা নাই
গাভি গুনে বাচ্চা ভাল দুধ ভালো তার ঘী
ভালোএ ভালো মিলে গড়বে সুন্দর পৃথিবী
সবার আগে মায়ের সেবা
তার উপরে নাই
তিন গুন বেশী ইজ্জত দিছে আপে মালেক সাই
সেই মায়েরে করলে হেলা দেখবে শয়তানের আসন
দেশের জনগন,গানেগানে কিছুকথা করিব বর্নন
-৬-
মা থাকিলে ভাল তাহার সন্তান ভাল হবে
তাইতো বলি মায়ের যতœ নিবেন সবার আগে
সুস্থ্য সবল শিশু হবে দেশের কর্নধর
পাইতে একটা সুন্দর জাতি মায়ের সেবা কর
মান সম্মত স্বাস্থ্য সেবায়-২
পাশে নবজীবন
গানের সুরে কিছু কথা করিব বর্নন ॥
-৭-
সব থাকিলে ঠিক ঠাক মতন, রাখিবেন স্বরণ
শুভক্ষণে আসবে শিশু, চাঁদেরি মতোন
চাঁদ যেমন রাতের বেলা, আলো দেয় ছড়াইয়া
বাড়বে শিশু দিনে দিনে, তেমনি করিয়া
এ সময় বেশী বেশী খাবার মায়ের ২
খুবই প্রয়োজন দেশের জনগন ॥
গানের শুরে কিছু কথা করিব বর্ণন
-৮-
এবার মা ও শিশুর যতœ নিতে ,
পাশে থাকবে সর্বদায় ॥
নবজীবন ডাক দিয়াছে
আয়রে সবাই আয় ॥
শিশু জন্মের সাথে সাথে, রাখিবেন স্বরণ
শাল দুধটা খেতে দিবেন, করিয়া যতন
শাল দুধে আছে শিশুর, অধিক পুষ্টিমান
অবহেলা করলে শিশুর, যেতে পারে প্রাণ
বোকামী নয় বুদ্ধিমতি, মায়েরই মতোন
শাল দুধ খাওয়াইবে মা, করিয়া যতন
আছে তাতে বহু রোগের ২, প্রতিশেধক ক্ষমতাময়
নবজীবন ডাক দিয়াছে
আয়রে সবাই আয়
-৯-
শিশুর বয়স ৪২দিন, পূর্ণ হলে ভাই
পরিবার পরিকল্পনা, গ্রহণ করা চাই
ঘন ঘন নিলে শিশু, মায়ের ক্ষতি হয়
অপুষ্টিতে ভোগে শিশু, জ্ঞানী জনে কয়
তাহার চেয়ে অধিক ভাল, স্বাস্থ্য কেন্দ্রে যাইয়া
স্বামী স্ত্রী নিবেন একটা, পদ্ধতি বাছিয়া
নিরাপদে থাকবেন সবাই, কোন চিন্তা নাই
সুখি সংসার গড়তে হলে, এর বিকল্প নাই
ভুল করিলে হবে নির্মুল ২
জ্ঞানী জনেরা কয় ॥
নবজীবন ডাক দিয়াছে আয়রে সবাই আয়
-১০-
শিশু জন্মের ১বছর, পূর্ণ হবার আগে
৮টি রোগের সব টিকা, অবশ্যই দিতে হবে
যেন বাদ যাবেনা কোন টিকা, সময় মতো যাইয়া
শিশুকে দেওয়াইবেন টিকা, স্বাস্থ্য কেন্দ্রে নিয়া
৮টি মারাক্তক রোগের, প্রতিরোধের টিকা
দিতে হবে ১বছরে, সুনেন মন দিয়া
১৫ থেকে ৪৯ বছর, বয়সের মায়েরা
৫টি নিবেন টিটি টিকা, ভুল করিবেন না
ভুল করিলে পরবি ফেরে ২,
জানিয়া রাখবে নিশ্চয় ॥
নবজীবন ডাক দিয়াছে আয়রে সবাই আয়
এবার মা ও শিশুর যতœ নিতে ,
পাশে থাকবে সর্বদায়
-১১-
এবার চল যাই চল যাই, সুখের সন্ধানে
নবজীবন ডাক দিয়াছে
নতুন ভূবনে
নিউমেনিয়া হলে শিশুর, যাবেন স্বাস্থ্য কেন্দ্রে নিয়া
ধ্র"ত দেখাবেন ডাক্তার, হেলা না করিয়া
দেখা দিলে ডায়রিয়া, বারবার করিয়া
ওরস্যালাইন খাইতে দিবেন, রাখিবেন যানিয়া
স্যালাইনের পাশাপাশি, দিবেন বুকের দুধ
পরিচ্ছন্ন থাকলে শিশুর, লাগবেনাতো ছুত
বারবার হলে ডায়রিয়া শিশুর, রোগ প্রতিরোধ ক্ষমতা হাড়ায়
অসুখ বিসুখ থাকবে লেগে, জানিবেন নিশ্চয়
অধিক রোগে ভোগে শিশু ২,
অপুষ্টিতে যখন পায় ॥
-১২-
পরিাবরের সকল কাজে, বিশুদ্ধ পানি দিয়া
সকল প্রকার খাবার খাইবেন,
তৈয়ারী করিয়া,
মলত্যাগের পর, খাবার আগে,
ধুইবেন হাত খানা
পরিস্কার হাত নিয়া সবাই
খেতে বসবেন খানা,
শিশুসহ পরিবারের, সকলে মিলিয়া
স্বাস্থ্য সম্মত পায়খানা, ব্যববহার করিয়া
আবার হাত দু'খানা ধুইতে হবে,
সাবানে মাখিয়া ভাই
এবার চল যাই চল যাই সুখের সন্ধানে
নবজীবন ডাক দিয়াছে নতুন ভূবনে
-১৩-
এই আসরে উপস্থিত যত,
এলাকাবাসী ভাই
স্বরণ রাখবেন কথা গুলো,
আমরা বলে যাই
ময়মুরুব্বি চেয়ারম্যান মেম্বর,
দফাদার চকিদার
সকলের তরে ছালাম, জানাইলাম এবার
সকলে হলে সচেতন, দূর হবে বালাই
শিশু কিংবা মাকে নিয়া, কোন চিন্তা নাই
দুঃসাহসে বারে দুঃখ ২,
সবাইর জানা চাই ॥
এবার চল যাই চল যাই সুখের সন্ধানে
নবজীবন ডাক দিয়াছে নতুন ভূবনে