দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গছানী বাজারে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী
কমিশনার (ভূমি), কানগো, নাজির ও জেলা প্রশাসকের ভুয়া সিল-প্যাডসহ ভূমি
অফিসের জারিকারক হানিফকে জনতা আটক করে। দেড় লাখ টাকার চুক্তিতে ইউপি
চেয়ারম্যান আলতাফ হোসেন আটক জারিকারককে ছেড়ে দেয়ার অভিযোগ। এ ঘটনা বুধবার
ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খতিয়ান হালনাগাদ করন ও খাস জমি বন্দোবাস্ত দেয়ার
নাম করে ভূমি অফিসের জারিকারক হানিফ গছানী-বাঁশবাড়িয়া এলাকা থেকে প্রায় ২
লাখ টাকা নিয়েছেন। বুধবার বিকাল ৩টায় ঐ এলাকায় আরও কয়েকজনের কাছ থেকে
গোপনে টাকা আনতে গিয়ে জনতার হাতে আটক হয়। আটকের পর জনতা স্থানীয় ইউনিয়ন
পরিষদে নিয়ে যায় এবং এ সময় তার ব্যাগ তল্লাশি করে উপজেলা নির্বাহী
অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানগো, নাজির ও জেলা প্রশাসকের ভুয়া
সিল-প্যাড দেখতে পায়। ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বিষয়টি ভূমি
অফিসকে অবহিত করলে ঐ রাতে ভূমি অফিসের কানগো, সার্ভেয়ার, নাজির ও
তহসিলদার ইউপি চেয়ারম্যানের সাথে সমঝোতার জন্য রুদ্রদাড় বৈঠক করে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানান, ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ দেড় লাখ টাকার
চুক্তিতে জারিকারক হানিফকে ছেড়ে দেয়। হানিফের পকেটে থাকা ৭হাজার টাকা
ইউপি চেয়ারম্যান আলতাফ রেখে দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ
হোসেন বলেন, এলাকার লোকজন থেকে হানিফ টাকা নিয়েছেন এবং ওর পকেটে ৭ হাজার
টাকা পাওয়া যায়। ব্যাগের ভিতরে ভুয়া সিল-প্যাড পাওয়া গেছে। দেড় লাখ টাকার
কাথা সত্য নয়, হানিফ গরিব বিধায় কাননগোর হাতে তুলে দেয়া হয়েছে। উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেন বলেন, বিষয়টি শুনেছি এবং প্রতিবেদন দেয়ার
জন্য নাজিরকে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায়
উত্থাপিত হয়েছে।